আচ্ছা কখনো কি ভেবে দেঝেছেন কেনো শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন, একটি অনুভূতি? কী তাকে করে তুলেছে "কিং খান"? এই ব্লগে জেনে নিন সেই অদম্য যাত্রার গল্প। দিল্লি থেকে বলিউডে আসা সেই তরুণের জন্য প্রত্যাখ্যান ছিল নিত্যদিনের সঙ্গী। প্রডিউসাররা বলতেন, “লোকটা তো নায়কদের মতো দেখাই হয় না।” তাঁর কালো রং, দিল্লি-মুম্বইয়ের অহংকারী এক্সেন্ট – সবই ছিল প্রত্যাখ্যানের কারণ। কিন্তু এই ‘না’গুলোই তাঁর ভিতরে এক আগুন জ্বালিয়ে দেয়। তিনি সিদ্ধান্ত নেন, যদি সোজা পথে নায়ক হওয়া না যায়, তবে ভিলেন দিয়েই শুরু করবেন। ‘বাজীগর’ ও ‘ডর’ এর মতো সিনেমায় অ্যান্টি-হিরো চরিত্র দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। তিনি প্রমাণ করলেন, ব্যর্থতার ভয় তাঁকে সত্যিকার স্বপ্ন থেকে দূরে সরাতে পারবে না। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন ,“যখন আপনি ব্যর্থ হন, তখন আপনি দুটি কাজ করতে পারেন – হয় বসে কাঁদতে পারেন, নয়তো উঠে দাঁড়িয়ে বলতে পারেন, ‘চলো, একটু হাঁটা যাক’। তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু থেমে যান নি সেইস্থান থেকে উঠে দাঁড়াতে শিখেছেন , শিখেছেন ধৈর্য ধরতে।তিনি শুধুএকজন সুপারস্টার নন; তিনি একটি অনুপ্রেরণা। তিনি সেই ব্যক্তি যিনি বিশ্ব...
Explore the Lost Pages.Journey the Unseen Paths.