"তাজহাট জমিদার বাড়ি রংপুর: এক রাজকীয় ইতিহাসের গল্প" আমারা " GEN-Z" রা আধুনিকতার স্পর্শে এসে বহির্বিশ্ব সম্পর্কে সকল জ্ঞান রাখি, বিশেষত যদি আলোচনা হয় বিদেশ যাত্রা তবে তো কথাই নেই। কিন্তু যখন প্রসঙ্গ আসে আমাদের নিজেদের দেশ সম্পকে জানার তবে আমাদের মুখে আর কোন ভাষা থাকে না , অথচ আমাদের এই বাংলাদেশে যে কত প্রাচীন নির্মাণ রয়েছে তা আমাদের অজানা। আরে সমস্যা নেই চলুন আজকে থেকে আমরা প্রতিদিন আমাদের দেশ সহ বহির্বিশ্বের বিভিন্ন হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে আলোচনা করবো। ' আজকের টপিক আমাদের উত্তরবঙ্গ রংপুরের তাজহাট জমিদার বাড়ি'। বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর জেলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও সমৃদ্ধ। আর সেই সমৃদ্ধির অন্যতম নিদর্শন হলো তাজহাট জমিদার বাড়ি । বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হলেও, একসময় এখানে জমিদারদের আভিজাত্য ও ঐশ্বর্যের প্রতিফলন ঘটত। তাজহাট জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাসঃ তাজহাট জমিদার বাড়ির নির্মাতা ছিলেন জমিদার গোপাল লাল রায় , যিনি রত্ন ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদশালী হয়ে উঠেছিলেন। ১৯০৮ ...
Explore the Lost Pages.Journey the Unseen Paths.