পড়াশোনায় AI ব্যবহার করে সফল হওয়ার কৌশল

পড়াশোনায় AI ব্যবহার করে সফল হওয়ার কৌশল সম্পর্কে কি আমাদের ধারণা রয়েছে ? যদি সঠিক ধারণা না থাকে তবে শুধু শুধুই প্রযুক্তির অপব্যবহার করে যাচ্ছি আমরা কারন, AI এর যুগে এসে যদি পড়ালেখায় এর ব্যবহার না জানি তবে আমাদের সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জের সম্মুখিন হতে হবে যা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে ।
পড়াশোনায়-AI ব্যবহার-করে-সফল-হওয়ার-কৌশল
তাই চলুন আজকের ব্লগ থেকে আমরা জেনে নেই কিভাবে সঠিক ভাবে AI ব্যবহার করলে আমরা আমাদের পড়াশোনায় সফল হতে পারবো । সকল কৌশল জানার জন্য আশা করবো শেষ পর্যন্ত পড়বেন তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ ।

পেজ সূচিপত্রঃ পড়াশোনায় AI ব্যবহার করে সফল হওয়ার কৌশল

পড়াশোনায় AI ব্যবহার করে সফল হওয়ার কৌশল

পড়াশোনায় AI ব্যবহার করে সফল হওয়ার কৌশল এই টপিকটা নিয়ে আমাদের অনেক কৌতূহল ।আসলে যারা জ্ঞান পিপাসু হয় তাদের এই AI নিয়ে জানার আগ্রহ ব্যাপক । এর মূল কারনটি হলো, আমাদের প্রাত্যাহিক জীবন হয়ে গেছে প্রযুক্তি কেন্দ্রিক শুধু কি তাই ? বর্তমান যুগে পলকে পলকেই আমাদের চারিপাশ পরিবর্তন হয়ে যাচ্ছে ।

পূর্বে আমরা মনে করতাম শুধু আবহাওয়া পরিবর্তন হচ্ছে কিন্তু বর্তমানে আবহাওয়ার চেয়ে দ্রুত আমাদের টেকনোলজি গুলো পরিবর্তিত হচ্ছে এর মূলে রয়েছে এই AI ( Artificial Intelligence ) . আরো ভালো যে বিষয়টি সেটি হলো টেকনোলজি আপগ্রেড হওয়ায় এখন এআই আমাদের হাতের মুঠোয়। বর্তমানে আমাদের স্মার্ট ফোনের দ্বারা আমরা সকল এআই ফিচার গুলো ব্যবহার করতে পারছি ।
টেকনোলজির বিপ্লবে আমাদের শিক্ষাক্ষেত্রেও এটি ব্যাপক আয়ত্ত বিস্তার করেছে , ফলে যারা পড়াশোনা করে সফল হতে চায় এআই তাদের পড়াশোনায় এনে দিয়েছে অন্য গতি ।এবং এই এআই দিয়েই পড়াশোনা করে তারা দক্ষ হচ্ছে এবং তাদের স্কিলগুলো কে ডেভেলপ করছে ।অথচ আমাদের মাঝে এখনো অনেকে এই এআই এর ব্যবহার না জানায় তারা পরীক্ষার আগের রাতে এসে হতাশায় ভুগে কারন ভালোভাবে তারা নিজেদের যাচাই বাছাই করতে পারেনা ।

চিন্তার কোন কারন নেই আজকের ব্লগের মাঝে আমরা এইটাই জানানোর চেষ্টা করবো পড়াশোনায় AI ব্যবহার করে সফল হওয়ার কৌশল সম্পর্কে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

পড়াশোনায় AI প্রয়োগ সম্পর্কে সকল বিস্তারিত ধারনা

আচ্ছা এতক্ষণ ধরে তো শুধু AI বলে যাচ্ছি আমরা কি জানি এই এআই জিনিস টি কি? যদি জেনে থাকি তবে তো খুব ভালো কিন্তু যারা জানিনা তাদের জন্য লিখে দিচ্ছি আশা করছি এইটা পড়লে আপনাদের আআই নিয়ে একটি স্বচ্ছ ধারণা আসবে ।

AI যার পূর্ণরুপ হলোঃ Artificial Intelligence অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তা । এইটা প্রযুক্তির এমন একটি উদ্ভাবন যা মানুষের মতো ভাবতে পারে, আমাদের কথা শিখতে পারে, আর তার এইসব অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে যেকোন প্রশ্নের উত্তর দিতে পারে । এককথায় যদি সহজ করে বলি তবে দাঁড়ায়, এটি প্রযুক্তির মস্তিষ্কের মতো । আমরা পড়লাম এটি আমাদের কথা কে বুঝতে পারে তারই সাথে এটি ছবি, ভিডিও স্কান করে উত্তর দিতে পারে ।

এটি নিজের যুক্তি দাঁড় করিয়ে আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকে । বর্তমানে এটি এতটাই প্রভাব ঘটিয়েছে যে গাড়ি চালানো তে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে । তাহলে বুঝতেই পারছেন এটি আমাদের পড়াশোনা বা পড়াশোনা বিষয়ক গবেষণা কে কতটা সহজ করতে পারে , নিচে এর কিছু প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হলো ।

গ্রহণযোগ্য তথ্য খুঁজে পেতে সাহায্য করেঃ AI সবসময় আমাদের কে বাঁচাই করে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটি দিয়ে থাকে । আমরা তো সার্চ ইঞ্জিনে অনেক কিছুই সার্চ করে থাকি যার ফলে এটি উত্তর দেওয়ার পাশাপাশি আরো কিছু প্রাসঙ্গিক বিষয়াদি দিয়ে থাকে যা অনেক সময় আমাদের কাজে আসে না ।

তবে AI এর ব্যতিক্রম এইখানে আপনি যে তথ্যের জন্য ইনপুট দিবেন এটি সে তথ্যকে আরো ভালো ভাবে বাছাই করে আমাদের সামনে এনে উপস্থাপন করে থাকে ফলে আপনি যদি এটিকে পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন তবে এটি আপনার জ্ঞান কে আরো সমৃদ্ধ করতে সহায়ক হতে পারে।

হোম টিউটিরদের মতো স্মার্ট পরামর্শ দিতে পারেঃ একটা সময় ছিলো যখন আমরা হোম টিউটর নিয়ে পড়তাম আরে এত আগে যাওয়ার প্রয়োজন কি ? আমাদের প্রথম হোম টিউটর ছিলো আমাদের মা যিনি আমাদের হাত ধরে সব কিছু শিখিয়েছেন । একবার ভাবুন তো এমনই একটি মাধ্যম যা আপনার খুঁটিনাটি ভুল কে সুন্দর ভাবে বুঝে সাজিয়ে গুছিয়ে তা আপনার সামনে স্মার্ট ভাবে উপস্থাপন করবে।

এবং কোথায় ,কেমন ভুল হয়েছে তা ধরিয়ে দিবে এইটা কতটা হেল্পফুল আমাদের মতো লার্নারদের জন্য। ঠিক এমনই ভাবে AI হোম টিউটরদের মতো আমাদের সাহায্য করে থাকে । আর এটিকে সবসময় আমরা কাছে পাই তাই ঘরে বসে আরামে এটি ব্যবহার করা যায়।

নিজের মতো করে শেখা যায়ঃ এতক্ষন যেইটা বলছিলাম আর কি যে ঘরে বসে যেকোন সময়ে আমরা এআই ব্যবহার করতে পারি । এর সবচেয়ে বেস্ট দিক হলো এইখানে যেকোন কিছু ব্যক্তিগতভাবে শিখতে পারা যায় । আর এআই বুঝতে পারে আপনার কোথায় দুর্বলতা আছে ফলে সে তাৎক্ষনিক আপনার ভুলকে ধরিয়ে দেওয়ার জন্য সহজ ভাবে বিষয়টি কে আপনার সামনে আরো সহজতর করে তোলে ।যেমনঃ ধরেন আপনি গণিত বুঝতে পারছেন না এটি প্রয়োজনে আপনাকে ভিডিও বানিয়ে দিয়ে বুঝাবে ফলে একা থেকে নিজের মতো করে এইখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন ।

সময়কে গুছিয়ে প্রস্তুতি নিতে সহায়কঃ এইটা খুবই গুরুত্বপূর্ণ দিক কৃত্তিম বুদ্ধিমত্তার । কারন এটি মেশিন হওয়ায় এটি সময় কে সঠিক ভাবে ইউটিলাইজ করতে পারে । মনে করেন , আপনার কলেজ থেকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং আপনি এইটি এআই কে বললেন ।

সে এই অ্যাাসাইনমেন্ট বানাতে আপনাকে সাহায্য তো করবেই তারই সাথে আপনার অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত সময়ের আগেই আপনাকে রিমাইন্ডার দিয়ে দিবে।ফলে আপনি সময়মতো এইটি সাবমিট করতে পারবেন বলতে গেলে এটি আপনার যেকোনো পড়ার শিডিউল কেও ঠিক করতে অগ্রণী ভূমিকা রাখে।

বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে AI এর প্রভাব

এইবার যদি আসি আমার দেশ তথা বাংলাদেশের কথায় তবে আমরা দেখতে পাই আমাদের দেশেরও শিক্ষার্থীরা এআই এর ব্যবহার শুরু করেছে।যদিও এই কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যাপকতা খুব একটা বৃদ্ধি পায়নি এখনো তবে বর্তমানে দেখা যাচ্ছে এটির ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে।

আমাদের দেশের মানুষেরা টেকনোলজি সম্পর্কে স্বল্প জ্ঞান রাখায় তারা এখনো এর প্রোপার ইউজ করতে পারেনা । বাংলাদেশের শিক্ষার্থীরা ChatGPT, Gemini  & Google Translate Tools বেশি ব্যবহার করে থাকে তাদের আস্যাইনমেন্ট বা প্রেসেন্টেশনের জন্য।অনেক চাকুরিজীবী তাদের অফিসের প্রেসেন্টেশনের জন্যও এআই ব্যবহার করে থাকেন ।

আমরা যারা IELTS এর জন্য অ্যাপ্লাই করার নিয়ত করেছি তাদের জন্য এআই একটি মাস্ট টুলস (Duolingo) কারন এর মাধ্যমে সে তার ইংরেজি কে ভালোভাবে আয়ত্ত করে নিয়ে পারবে । ঘরে বসেই তার স্পিকিং স্কিল কে সে ডেভেলপ করতে পারবে ।
পড়াশোনায়-AI ব্যবহার-করে-সফল-হওয়ার-কৌশল
তবে আমাদের দেশের যারা গ্রামে বসবাস করছে তারা এখনো এই বিষয়ে বেখবর তাই আমাদের উচিত এইটি কে আমাদের দেশে ছড়িয়ে দেওয়া, কারন যখন পুরো পৃথিবী এর ফায়দা লুটছে তবে আমরা কেন পিছিয়ে থাকবো ? আরেকটি কথা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এআই কে শর্টকার্ট হিসেবে ব্যবহার করে থাকি এইটি ঠীক না কারন এআই রয়েছে আমাদের কন্সেপ্ট কে সহজ করার জন্য সেটিকে মডিফাই করার জন্য নয় ।

এমনটা নয় যে সে এটিতে সাহায্য করবে না সে সাহায্য করবে তবে আমাদের সেটি করা উচিত না আমাদের যেকোনো বিষয়ের প্রতি ডিপ নলেজ রাখাটা উচিত কারন আমরা যত বেশি পড়বো তত বেশি জানবো ।

কিভাবে AI শিক্ষার্থীদের পড়াশোনা কে বদলাতে পারে

যদি এই প্রশ্ন এসেই থাকে যে এই AI কিভাবে আমাদের পড়াশোনা কে বদলাতে পারে তাহলে আমার উত্তর হবে এর বিভিন্ন দিক রয়েছে যেভাবে এই কৃত্তিম বুদ্ধিমত্তা আমাদের পড়াশোনা কে বদলাচ্ছে নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য কারন দেওয়া হলোঃ
  • AI এর ফলাফল সঠিক হওয়ার সম্ভাবনা বেশি
  • বিশেষজ্ঞদের দ্বারা এটি নিয়ন্ত্রিত ফলে প্রতি মুহূর্তে আপডেট হতে থাকে
  • সারাদিন বা ২৪ ঘণ্টায় কাজ করতে পারে
  • এর দেওয়া তথ্যগুলো শতভাগ নিরাপদ বলেই ধরে নেওয়া হয়
  • যে কাজ গুলো করতে আমাদের বিরক্তিবোধ আসে সেই কাজ কে সহজে করে দিতে সক্ষম
  • আমাদের অ্যাসাইনমেন্টের লিখা গুলো বড় হয়ে থাকে ফলে এইখানে সেটি সাবমিট করলে কোথায় ভুল হয়েছে তা সহজে ধরে ফেলে
  • শুধু আমাদের ভুল ধরে না বরং সেটির কার্যকারি উত্তর প্রদান করে থাকে
এতগুলো কারন তো দিলাম শুধু তাই নয় , বর্তমানে যাদের মেধা শক্তি যেমন সে এটিকে ক্যাচ করে সেইসব ছাত্রদের তেমনই ভাবে থ্য দিয়ে থাকে যাতে তাদের সময় কম অপচয় হয় । আপনি এইখানে যেমনভাবে কমান্ড দিবেন সে ঠিক তেমনই আপনাকে থ্য দিয়ে সাহায্য করবে বর্তমানে এটি টপিক কে এক্সেল শীট এবং পিডিএফ আকারেও দিয়ে থাকে যা আমাদের জন্য খুব ভালো একটি দিক। 

এআই আমাদের কে তাৎক্ষনিক তার নিজস্ব মতামত দিয়ে থাকে যদি আমাদের পড়াশোনায় কোন ঘাটতি সে বুঝতে পারে । সুতরাং আশা করি এতক্ষণে বুঝতেই পেরেছেন AI শিক্ষার্থীদের পড়াশোনা কত দিক থেকে বদলাতে পারে । তাই আপনি যদি ছাত্র হয়ে থাকেন তবে আজই এইসকল সুবিধা নিতে শুরু করে দিন ।

ভবিষ্যতের পড়াশোনার ক্ষেত্রে AI-এর ব্যবহার

অনেকেই হয়তো এখন মনে করতে পারেন বর্তমানে তো AI সাহায্য করছে কিন্তু এর ভবিষ্যৎ আসলে কি ? তবে চলুন পড়ে দেখি এই AI ভবিষ্যতের পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি আর এর দ্বারা  ক্যরিয়ার গড়া যাবে কিনা ।

আমাদের ধারণায় আসছে হয়তো এখন এআই সাহায্য করছে তবে ভবিষ্যতে এর বিকল্প হিসেবে আমরা কিছু পাবো না । কিন্তু আপনাকে বুঝতে হবে এআই এখনই আমাদের মস্তিষ্ককে কতটা দ্রুতগামী করছে। একই পড়া কে সে বিভিন্ন মানুষদের জন্য বিভিন্নভাবে উত্তর দিয়ে যাচ্চছে যার ফলে অনেকের মাথায় নতুন কিছু করার সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে ।

বর্তমানে শিক্ষকেরা শুধু রিডিং পড়ানোতে সীমাবদ্ধ নেই তারা প্রজেক্টর বা স্মার্ট বোর্ডে ক্লাস নিয়ে থাকছেন যার ফলে তারা শুধু অডিও নয় ভিডিও তে বিষয় গুলোকে দেখতে পারছে । এছাড়াও যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন তাদের বিভিন্ন বিক্রিয়ার এআই ভিডিও বানিয়ে তাদের বোঝানো সম্ভব হচ্ছে।

ফলে আমরা বুঝতেই পারছি ভবিষ্যতে AI আরো সহজতর হবে সকলের কাছে তখন আমাদের গ্রামের পোলাপাইন গুলোও এই সুবিধাকে ভোগ করবে । আমার ধারনা মতে ভবিষ্যতে এইটি আরো সহজলভ্য ভাবে সকলের দূয়ারে পৌঁছিয়ে যাবে।
এইবার আসি AI এর ক্যারিয়ার বিষয়ে অনেকেই হয়তো মনে করছেন AI এত স্কিলফুল টুলস থাকায় আপনাদের চাকুরী সংকটে । এই কথাটি যে একদম মিথ্যা আমি তা বলবো না তবে এটি চাকুরি নিলে এটি আরো চাকুরি বাড়াবে যেমন কিছু চাকুরির ধরন বলার চেষ্টা করছিঃ
  • আপনারা ডাটা এন্ট্রি চাকরি করতে পারেন
  • ফ্রিল্যান্সিং করতে পারবেন ব্লগ লিখে
  • এআই রিসার্চার হিসেবে কাজ করতে পারবেন
  • ডাটা ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতে পারবেন
  • মেশিন লার্নিং বা রোবটিক্সের কাজ করতে পারবেন
সুতরাং আপনি যে কাজ গুলো হারাবেন তার বেতন ছিলো স্বল্প কিন্তু এই AI সম্পর্কে ভালো জ্ঞান রাখলে যে কাজ গুলো পাবেন সে গুলো সম্মানের সাথে ভালো উপার্জনও এনে দিবে আপনাকে । এইসব কাজ পেতে হলে কিছু দক্ষতা থাকতে হবে আপনাদের যেমনঃ
  • গণিতে দক্ষতা থাকতে হবে
  • প্রোগ্রামিং জানতে হবে
  • এআই সম্পর্কে মৌলিক ধারনা থাকতে হবে
  • অনলাইনে কোর্স করা থাকলে ভালো
  • যে স্কিলটা জানেন সেটিতে দক্ষ হওয়ার জন্য নিরলস পরিশ্রম করতে হবে
সুতরাং বুঝতেই পারছেন এআই জগতে আপনার ভবিষ্যত ভালো না খারাপ তা নির্ভর করছে আপনার পরিশ্রমের উপরে।তাই এখন থেকেই নিজের সেরাটা দিয়ে পড়াশোনার পাশাপাশি AI দক্ষতাকে বৃদ্ধি করুন

পড়াশোনা করার জন্য ৫টি সেরা AI টুলস

এমনি তে প্রাত্যহিক জীবনে আমরা অনেক AI টুলস ব্যবহার করে থাকলেও পড়াশোনার জন্য এমন কিছু টুলস রয়েছে যা আমাদের শিক্ষা ক্ষেত্রে কার্যকরি ভুমিকা রাখে , নিম্নে এমন কিছু AI টুলসের নাম দেওয়া হলো আপনারা চাইলে আপনাদের পড়াশোনার খেত্রেও এইসব টুলস ব্যবহার করতে পারেন ।
  • ChatGPT ( এটি যেকোনো প্রশ্নের সহজেই সারাংশ ভাবে সমাধান দিয়ে থাকে )
  • Google Gemini ( এটি রিসার্চের জন্য সবচেয়ে ভালো বিশেষত সম্মান শ্রেনির শিক্ষার্থীদের জন্য )
  • Grammarly ( এটি যেকোনো লেখার বানান কে শুদ্ধ ও বাক্যকে সঠিক বানাতে সাহায্য করে )
  • Perplexity AI ( ডিপ রিসার্চের জন্য এটি ভালো যেমনঃ আস্যাইনমেন্ট, প্রেজেন্টেশন )
  • Photomath ( যাদের ম্যাথে সমস্যা তারা এইটি ব্যবহার করতে পারেন )

AI কি আসলেই আমাদের উপকার করছে

AI কি আসলেই আমাদের উপকার করছে ? এই প্রশ্ন অনেকের মনে আসতে পারে কারণ প্রতিটি জিনিসেরই ভালো খারাপ উভয় দিক রয়েছে ঠিক AI এর দ্বারা শুধু উপকারটি হচ্ছে এমনটা ভাবা আসলে ভুল কারন AI-এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে নিম্নে দেওয়া হলোঃ
  • AI আমাদের সকল কে অলস বানিয়ে দিচ্ছে যার ফলে আমরা আমাদের সকল কাজ AI কে দিয়ে করাচ্ছি
  • AI-এর কারনে আমরা আমাদের ব্যক্তিগত দক্ষতা কে হারাচ্ছি
  • AI আমাদের ভিতরেরে সৃজনশীলতা কে বিকাশ হতে বাধা সৃষ্টি করছে যার ফলে আমরা নতুন কিছু নিয়ে আর ভাবছি না
  • শুরুতেই বলেছি AI এর কারনে অনেকেই চাকরি হারা হচ্ছেন
এইখানে থেকে যতদূর আমরা পড়লাম সেইখানে থেকে জানতে পারছি AI অতটাও ক্ষতি করছে না আবার এইসব ক্ষতি কে যদি নজরের আড়াল করি সেটাও ঠিক হবে না তাই আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকুই AI ব্যবহার করবো তার উপরেই সম্পূর্ন নির্ভরশীল হবো না ।

শিক্ষকদের কি AI জানার প্রয়োজনীয়তা রয়েছে

বর্তমানে খুবই জনপ্রিয় একটা জিজ্ঞাসার মাঝে এটি একটি । তাহলে উত্তরটি কি হবে ? উত্তর টি হলো "হ্যাঁ" । কারন এআই এর যুগে এসে যদি এআই শিখার প্রয়োজনীয়তা না বুঝেন তবে সামনের সময়ে গিয়ে প্রযুক্তির সাথে পাল্লা দিতে পারবেন না তাই শুধু শিক্ষক নয় সকলের জন্য এআই জানা আবশ্যক।

বিশেষত আমাদের দেশের শিক্ষকদের AI-এর উপরে ভালো আয়ত্ত রাখা প্রয়োজন কারন যুগটা যেহেতু AI ভিত্তিক সেহেতু যুগের সাথে তাল মিলিয়ে তাদেরও পড়ানোর মান কে পরিবর্তন করতে হবে আর যদি এটি না করে আগের মতোই শুধু রিডিং পড়িয়ে ক্লাস শেষ করে তবে না তিনি কিছু বুঝাতে পারবেন, না শিক্ষার্থীরা কিছু বুঝতে পারবে । শিক্ষকদের উচিত ভালো করে AI এর কন্সেপ্ট  ছাত্রদের বুঝানো যেন তারা এর সঠিক ব্যবহার করতে পারে ।

শিক্ষকরা তাদের সাজেশন দিবেন , এআই এর কাছে থেকে উত্তর নিয়ে শুধু কপি পেস্ট করে দিলেই হবে না বরং সে কি তথ্য দিচ্ছে সেটিকে ভালো করে পড়ে তারপর সেখানে থেকে অনুপ্রেরণা নিয়ে লিখতে হবে । শিক্ষকরা শিক্ষার্থীদের অতিরিক্তভাবে এআই এর ব্যবহারের দিকটিও লক্ষ্য করবেন যাতে তারা বেপথে পা না বাঁড়ায় । আর এইগুলো বিষয় তারা তখনই ভালো বুঝবেন যখন তারা নিজেরা এটিকে ব্যবহার করবেন । শিক্ষকরা যদি ক্লাসে এসে এ আই এর মাধ্যমে ছাত্রদের বুঝান তবে ক্লাসেই তাদের এই বিষয় নিয়ে যত জিজ্ঞাসা তা দূর হয়ে যাবে । যা উভয়ের জন্যই কাজে দিবে ।

তাই শিক্ষকদেরও AI জানার প্রয়োজনীয়তা রয়েছে । যাতে তারা প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে তাদের ছাত্রদের ভবিষ্যতের জন্য ভালোভাবে তৈরি করতে পারেন ।

আমার নিজের AI ব্যবহারের অভিজ্ঞতা

আমার নিজের জীবনের যদি কথা বলি তাহলে শুরুতেই বলতে হবে আমি খুব একটা মেধাবী ছাত্র ছিলাম না কখনোই আর আমার আরো একটি সমস্যার মাঝে একটি হলো আমি অনেকের মাঝে পড়া বুঝতে পারতাম না ফলে AI এর দ্বারা আমি অনেক কিছুই বুঝিয়ে নিতাম
পড়াশোনায়-AI ব্যবহার-করে-সফল-হওয়ার-কৌশল
বিশেষত এআই আমি গণিতের জন্য আমি ব্যবহার করতে শুরু করি প্রথম এবং আমি ChatGPT & Google Gemini  বেশি ব্যবহার করি এমনকি আজকের দিনে আরো বেশি ব্যবহার করছি ।

শেষ কথাঃ পড়াশোনায় AI ব্যবহার করে সফল হওয়ার কৌশল

আরেহ লিখতে লিখতে "পড়াশোনায় AI ব্যবহার করে সফল হওয়ার কৌশল" নীশের আজকের ব্লগের একদম শেষ কথাতে চলে এসেছি । যারা এতদূর পড়লেন তাদের প্রতি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা ।আমি আশা রাখি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা AI সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য জানতে পেরেছেন ।

সেই সাথে নিজেদের ব্যক্তিগত জীবনেও হয়তো এখন থেকে AI এর সঠিক ব্যবহারটি করতে পারবেন । তবে মনে রাখবেন যত যাইহোক আপনি মানুষ আর এটি সামান্য একটি টেকনোলোজি তাই জীবনের সকল ক্ষেত্রে এআই এর উপর নির্ভর করবেন না । নিজের ব্যক্তিগত মেধাশক্তি কে কাজ লাগান এবং তার সাথে এআই এর সাহায্য নিতে পারেন । তো আজকে এইখানে ইতি টানছি ।

পড়াশোনার ক্ষেত্রে আপনি কোন  AI টুলস কে কাজে লাগান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।আর পরবর্তি ব্লগটি কোন বিষয়ে চান সেইটি কমেন্ট করে জানাবেন আশা রাখছি।সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন,
আস সালামু আলাইকুম ।🫡

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The ClickEra এর নীতিমালা মেনে কমেন্ট করুন। কারণ,আপনাদের প্রতিটি কমেন্টে আমরা নতুন কিছু করার অনুপ্রেরণা পাই।

comment url

Siam Sarar
Siam Sarar
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও দ্যা ক্লিকএরা ব্লগের অ্যাডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।