২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট সেরা ১০টি উপায়ে

সহজ কয়েকটি উপায়ে ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট নিতে যেসকল উপায় গুলো আমাদের জানা প্রয়োজন তাই নিয়ে আজকের কন্টেন্টে আলোচনা করতে চলেছি।পেমেন্ট টি নিতে চাইলে কোন সাইটে গিয়ে কাজ করতে হবে বা কি কাজ করতে হবে এবং কাজ শেষে কিভাবে টাকাটি পাবেন তা নিয়েই আজকে লিখেছি।

২৪০-টাকা-ফ্রী-বিকাশ-পেমেন্ট
মাইক্রো জব সাইট,বিভিন্ন লটারি খেলা এবং টিকটকের সাহায্যে বিভিন্ন বোনাস,ক্যাশব্যাকসহ আরো কিছু মাধ্যমের কথা আজকে জানাবো যেসকল প্লাটফর্ম থেকে আপনি খুব সহজেই আপনার পেমেন্টটি নিতে পারবেন।তাই ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

পোস্ট সূচিপত্রঃ ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট

২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট

২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট টাইটেল পড়েই আপনারা সকলে এই আর্টিকেল টি পড়তে এসেছেন।সে ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করবো।বিকাশ বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংক হওয়ায় অফারটি সকলের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে।

সত্যি বলতে আপনারা যে অফারটির জন্য ব্লগটি পড়তে এসেছেন, এখন বিকাশের সে অফার টি এখন আর সচল নেই।তারা এটিকে আপাতত বন্ধ রেখেছে।অফারটি ছিলো,আপনি যদি বিকাশের মাধ্যমে কোনকিছু কেনাকাটা  করে থাকেন তবে আপনাকে কিছু পরিমাণ টাকা বিকাশ ক্যাশব্যাক হিসেবে দিবে দিবে।

তবে কি শুধু সেটি টাকা ইনকামের একটি মাধ্যম ছিলো?উত্তর হচ্ছে না।কারন বর্তমানে এমন কিছু সাইট রয়েছে এইখানে আপনি চাইলে ফ্রিতে এড দেখে পেমেন্ট পেতে পারেন।এছাড়াও বিকাশের ২৪০ টাকা ফ্রী পেমেন্ট বর্তমানে বন্ধ রয়েছে তবে আপনি চাইলে বিকাশ রেফারেল অফারটির সাহায্যেও পেমেন্ট পেতে পারবেন।

তবে আপনি যদি এটিও না পারেন বা এই অফারটিও যদি বন্ধ তাহকে, তবুও আপনাদের জন্য আমি আরো কিছু উপায় জানাব যার সাহায্যে শুধু ২৪০ টাকা নয় আপনি চাইলে এর চেয়েও বেশি টাকা আয় করতে পারবেন।তবে আবার কোন থার্ড পাটি সাইটে গিয়ে লিংকে ক্লিক করবেন না তাহলে এ্যকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
আজকের ব্লগে থাকছে কিভাবে ফ্রিতেই আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনাদের কিছু ফ্রি ইনকাম অ্যাপসের নাম এবং কিছু সাইটের নাম বলে দিবো যেইখানে আপনারা চাইলেই অনলাইলে লুডু,ছবি,আপলোড ইত্যাদি কিছু সহজ মাধ্যমেই টাকা ইনকাম করে সেইগুলোকে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

আর্টিকেল লিখে আয় শুরু করতে পারেন

সবচেয়ে সহজে ইনকামের ভালো মাধ্যম আমার মতে আর্টিকেল রাইটিং।এর কারন হলো ছোট থেকে বড় উভয় শ্রেণির মানুষরাই এই কাজ করতে পারবেন।এইখানে ছোট বলতে আমি সাধারন শিক্ষার্থীদের কথা বুঝাতে চেয়েছি আপনারা আবার শিশুদের কে এটি করতে দিয়েন না😆।

তবে আপনাকে কন্টেন্ট লিখা জানতে হবে।আপনার কন্টেন্টটি যদি SEO Friendly না হয় তবে এটি করে আপনি ভালোভাবে ইনকাম করতে পারবেন না।এছাড়া আর্টিকেল লিখায় কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে যা আপনাকে মেনে কনন্টেন্ট গুলো লিখে সময় মতো সাবমিট করতে হবে।

যখন আপনি আর্টিকেল লিখবেন চেষ্টা করবেন কম পক্ষে ১৫০০ শব্দের মাঝে লেখার তা ছাড়া সেগুলো কন্টেন্টে ভালো রিচ আসবে না কারন গুগল সেগুলো কে দুর্বল কন্টেন্ট মনে করে।আর অবশ্যই এআই এর কাছে থেকে কপি করে কন্টেন্ট লিখতে যাবেন না এটি করলে আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যাবে।

আপনারা যদি আমার সাইটের রেগুলার পাঠক হয়ে থাকেন তবে দেখবেন আমার কন্টেন্ট গুলো ১৫০০ থেকে সর্বোচ্চ ৩১০০ শব্দের।আমি সাধারনত এইরকম শব্দের মাঝেই কন্টেন্ট লিখার চেষ্টা করি যেন আপনাদের পড়তে সুবিধা হয়।এমনকি আপনি এখন যে কন্টেন্ট টি পড়ছেন সেটিও ২৫০০শব্দের মাঝেই লিখা হয়েছে।

আর্টিকেল আপনি ২টা সাইটে পাবলিশ করতে পারবেন।
  • গুগল ব্লগার
  • ওয়ার্ডপ্রেস
আপনারা যেহেতু এইটা পড়ছেন আমার কন্টেন্টটি ব্লগারে পাবলিশ করা হয়েছে।আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ২টি করে কন্টেন্ট লিখার কারন আপনার কন্টেণ্ট যত ভালো হবে ততবার সেটি পড়া হবে আর সেইখানে হতে অ্যাডসেন্সের মাধ্যমে আপনি সহজেই আয় করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

লটারি খেলে ফ্রি তে পেমেন্ট নিতে পারেন

লটারি খুব সহজ মাধ্যম টাকা ইনকাম করার।আমরা যারা ২৪০ টাকা পেমেন্ট নিতে চাচ্ছি তাদের জন্য এটি হতে পারে ভালো সুযোগ।কারন বর্তমানে এমন অনেক সাইট রয়েছে যেইখানে আপনি লটারি খেলে টাকা ইনকাম শুরু করতে পারবেন।এই লটারি আবার দুইভাবে খেলতে পারবেন।
  • ফ্রিতে খেলতে পারবেন
  • টাকা দিয়ে পেইড ভাবে খেলতে পারবেন,তবে এটিতে টাকা পাবেন বেশি
কিন্তু আমরা যেহেতু এখন ছোট আয়ের চেষ্টা জরছি তাই আমার মতে ফ্রিতে খেলাটাই ভালো হবে।এইসব সাইটে আপনাকে পয়েন্ট দেওয়া হবে যার সাহায্যে আপনার কয়েন জমা হবে যখন এর পরিমাণ বেড়ে যাবে তখন সেটিকে আপনি টাকায় আপনার এ্যকাউন্টে পেমেন্ট নিতে পারবেন।
তবে এইসব টাকা সবসময় টাকায় হয় না কিছু সাইটে ডলার দেয় তাই সেইগুলোকে ক্যাশআউট করার আগে আপনাকে বাংলাদেশি টাকায় রূপান্তরিত করে নিতে হবে।এইসব লটারি আসলে বিভিন্ন মাধ্যমে খেলা যায় যেমনঃ লুডু,অনলাইন গেমস,সার্ভে ইত্যাদি।নিচে আপনাদের কয়েকটি এমন পাল্টফর্মের নাম দেওয়া হলোঃ
  • Happy Ludo
  • MPL
  • Winzo
  • 4p Ludo
  • Rush
  • Lucky Winner
  • Ludo King
এইসব সাইট বা অ্যাপে আপনি গেমস খেলে পয়েন্ট জিতবেন যা পরে টাকায় রূপান্তর হবে।এওখানে কিছু সতর্কতা বর্তমানে অনেক ফেক সাইট ওপেন হওয়ার ফলে অনেক প্রতারনা চক্র এর সাথে জড়িত হচ্ছে তাই যখন এইসব সাইটে যাবেন চেষ্টা করবেন যেগুলো সতর্কযুক্ত সেগুলো তে প্রবেশ করার।

তবে আপনি যদি হালাল ভাবে পেমেন্ট নিতে চান তবে আমার পরামর্শ হবে এই টপিক কে এড়িয়ে চলুন।কারন এইসব সাইটে গেমস খেলার জন্য আগে কিছু পরিমান টাকা ডিপোজিট করতে হয় ফলে এটি জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে যায়।আপনাদের জন্য নিচে আমি আরো হালাল পদ্ধতি লিখেছি আপনারা চাইলে সে পন্তা গুলো অবলম্বণ করতে পারবেন।

মাইক্রো জব সাইটের মাধ্যমে আয় শুরু করুন

আপনারা অনেকেই হয়তো আজকে প্রথম এই জব সাইট সম্পর্কে জানছেন।যেহেতু আজকে প্রথম জানছেন তবে ভালো ভাবেই বুঝানো যাক।
  • ম্যাক্রো অর্থ হলো বড়
  • মাইক্রো অর্থ হলো ছোট
আর মাইক্রো জব সাইট হলে এমন একটি প্লাটফর্ম যেখানে বিভিন্ন ছোট ছোট কাজ দেওয়া হয়ে থাকে।যেমনঃ
  • তাদের ইউটিউব ভিডিও দেখা
  • তাদের ওয়েব সাইটগুলো ভিজিট করা
  • ডাটা এন্ট্রি করানো
  • তাদের বিজ্ঞাপন গুলো দেখা
  • সার্ভে পূরণের কাজ করা
  • তাদের প্রোফাইল ফলো বা চ্যানেল সাবস্ক্রাইব করা
এইরকম ছোট ছোট কাজের জন্য তারা পেমেন্ট দিয়ে থাকে।কিন্তু যদি আপনি মনে করেন এইসব কাজ করে ২৪০ টাকা পাবেন তা নয় এর চেয়ে বেশি টাকা পাবেন।এটি করার জন্য আপনি যে সাইটে কাজ করবেন তাদের অ্যাপে আপনার একাউন্ট সাবমিট করতে হবে।আপনাকে আমরা বেশ কিছু এমন মাইক্রো জব সাইটের নাম দিচ্ছি যেখানে আপনারা কাজ করতে পারবেন।
  • Microworkers
  • Upwork
  • Fiverr
  • Guru
  • Amazon
  • Linkdin
এখন আপনাদের অনেকেই বলতে পারেন ভাই এইখানে তো আপনি ফ্রিল্যান্সিং অ্যাপসের নামও দিলেন।আরে রিল্যাক্স পরের টপিকে এইটাই বুঝিয়েছি সময় থাকলে পড়ে দেখতে পারেন।তবে এইসব সাইট থেকে আপনি ডিরেক্ট বিকাশে পেমেন্ট পাবেন না।বিকাশ থেকে পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে WORK UP JOB সাইটে কাজ করতে হবে।

ফ্রিল্যান্সিং করে ইনকাম করা শুরু করুন

বর্তমান টেকনোলজির যুগে বাসাই বসে হালাল ইনকাম করতে চাইলে আমার কাছে মনে হয়না ফ্রিল্যান্সিং এর চেয়ে ভালো কোন অপশন আছে।এমনকি আপনাদের প্রধান এডমিন মানে আমিও একজন ফ্রিল্যান্সার হওয়ার চেষ্টা করছি😎।

ফ্রিল্যান্সিং অনেক ধরনের হয়ে থাকে।যেমনঃ
  • ডিজিটাল মার্কেটিং
  • গ্রাফিক্স ডিজাইনিং
  • ভিডিও ইডিটিং
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • থাম্বনেইল ডিজাইন
  • এমনকি আর্টিকেল লিখাটাও কিন্তু ফ্রিল্যান্সিং এর মাঝে পড়ছে
যেহেতু আমি অনেক গুলো অপশনের নাম বলেছি তাই এইটা খুবই স্বাভাবিক আপনাদের অনেকেই ঘাবড়িয়ে যাবেন এতগুলো পড়ে কিন্তু আসলে বিষয়টা তা নয় এইসব গুলো হলো নির্দিষ্ট স্কিলের নাম আপনি এইগুলোর মাঝে যেকোন একটি বিষয়কে বেঁছে নিয়ে সে অনুযায়ি পরিশ্রম করতে থাকলে ইনকাম করে শুরু করবেন।

তবে আপনাকে দক্ষ হতে হবে অবশ্যই কারন আপনার কাজের যদি ত্রুটি থেকে থাকে তবে আপনি ক্লায়েন্ট পাবেন না।দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন কোর্স করতে পারেন বর্তমানে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই ফ্রিল্যান্সিং এর কোর্স পেয়ে যাবেন।আপনার কাজ হবে কোর্স চলার মাঝেই পরিশ্রম করতে থাকা যেনো কাজ শিখতে বেশি দেরি না হয়।
২৪০-টাকা-ফ্রী-বিকাশ-পেমেন্ট
আর ধৈর্য থাকতে হবে ফ্রিল্যান্সিং জানেন দেখেই যে সবসময় কাজ পাবেন এমনটি নয়,মাঝে মাঝে পাবেন আবার কোনদিন নাও পেতে পারেন।তবে যদি ভালোভাবে স্কিল জানা থাকে আর আপনি বায়ার দের সাথে ভালোভাবে কথা বলতে পারেন তবে আপনার জন্য দেশের বাহিরের পাশাপাশি দেশের মাঝেও বায়ার পেয়ে যাবেন বলে আশা করা যায়।মার্কেটপ্লেস গুলোর নাম তো উপরেই লিখে দিয়েছি তবে Fiverr & Upwork সবচেয়ে বেশি জনপ্রিয় মার্কেট এইসব কাজের জন্য।

তবে এইসব ফ্রিল্যান্সিং এর ইনকাম বিকাশের মাধ্যমে সরাসরি পেমেন্ট পাওয়া যায় না।এর উপায় জানানো রয়েছে ব্লগের শেষে তাই শেষ পর্যন্ত পড়তে থাকুন।আর আপনাদের যদি পরিচিত কেউ ফ্রিল্যান্সার থেকে থাকে তবে তাকে দিয়ে জানিয়ে দিন আপনিও ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করতে যাচ্ছেন।

এড দেখে টাকা ইনকাম নগদে পেমেন্ট

এই টপিকটাও আপনাদের জন্য সহজ হতে চলেছে কারন বর্তমানে এমন অ্যাপস রয়েছে যেইখানে গিয়ে আপনাকে বিশেষ কোন কাজ করতে হবেনা শুধু ভিডিও বা এড দেখলেই পয়েন্ট পাবেন যা পরবর্তিতে আপনি টাকা তে চেঞ্জ করে নিতে পারবেন।

ব্লগের মাঝেই মাইক্রো সাইটের কাজের উদাহরণ দিতে গিয়েও বলেছিলাম এমন যে কোন কোম্পানির ভিডিও দেখার জন্য সেটি আপনাকে কিছু নির্দিষ্ট অর্থ দিবে যাতে তাদের ভিউস বাড়ে।এইরকম আরো কিছু অ্যাপস আপনাদের দেওয়া হলোঃ
  • Clipclaps
  • Swagbucks
  • Rewarded play
  • Timebucks
এর চেয়ে বেশি সাইটের নাম আমি আপাতত দিচ্ছি না কারন,এইরকম অনেক অ্যাপস ভুয়া হয়ে থাকে তাই আপনাদের জন্য যেগুলো সেফ হবে আমি সেটি দেওয়ার চেষ্টা করলাম।এইসব সাইটে আপনি যদি প্রতিদিন ১ থেকে ২ ঘণ্টা বা এর চেয়ে বেশি সময় দিতে পারেন তবে আপনি মাসে ১০ ডলার পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
যার বর্তমান বাংলাদেশি মূল্যে ১হাজার দুইশ টাকার সমান।পরিমান টা মনে হতে পারে কম তবে একটা জিনিস ভাবুন কিছু না করেই এই টাকাটা পাওয়া কিন্তু কম কিছু নয়।আর সময় যদি বাড়াতে পারেন তবে তো অর্থের পরিমাণও বাড়বে।

দিনে ৫০০ টাকা ইনকাম apps 2025

আপনারা যেহেতু ফ্রেশার সেকারনে দিনে ৫০০ টাকা ইনকাম হবেই এমন শিউরিটি আপাতত দেওয়া যাচ্ছে না তবে আমি যে অ্যাপস গুলোর নাম দিবো সেইখানে যদি আপনি রেগুলার কাজ করতে পারেন তবে আশা করা যায় ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
  • দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম
  • অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম
  • Swagbucks
  • Winzo
  • Fiverr
  • Online Survey
তবে সব থেকে ভালো হয় যদি আপনি ব্লগ পোস্ট লিখতে পারেন।এতে আপনার ওয়েবসাইট থেকে ট্রাফিক আসবে সেইসাথে আপনার ইনকামও হতে থাকবে বলে আশা করা যায়।

অ্যাপ রেফারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন

এখন জানবো কিভাবে অ্যাপ রেফারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।শুরুতেই বলে রাখি এটি একটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে সম্পৃক্ত একটি প্রোগ্রাম।আমি অনেকক্ষণ দরেই অ্যাফিলিয়েট মার্কেটিং কথা টা বলছি অথচ এটি কি? এবং কিভাবে কাজ করে সে বিষয়গুলো আপনাদের জানানো হয়নি।তবে চলুন জেনে নিই।

অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যের প্রোডাক্ট বা অন্যের সাইট কে নিজেদের মাধ্যমে প্রচার করার একটি প্রক্রিয়া।সহজে যদি বুঝাতে চাই ধরেন আমার একটি সাবানের কোম্পানি আছে যার মাধ্যমে আমি সাবান বিক্রি করে থাকি।এখন আপনি যদি অ্যাফিলিয়েট হিসেবে আমার কোম্পানি তে যোগ দেন তো আপনার কাজ হবে অন্যদের কাছে আমার সাবানের বিজ্ঞাপন কে পৌঁছিয়ে দেওয়া এবং আপনার এই প্রচার থেকে যদি কেউ সে সাবান টি ক্রয় করে তবে সেই দাম থেকে আপনি একটি নির্দিষ্ট পরিমান অর্থ পেয়ে যাবেন।

এই কাজ অনালাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই করা যায় বেশিরভাগ বর্তমানে অনলাইনে হচ্ছেঠিক তেমনি ভাবে আপনি যদি বিকাশে অ্যাফিলিয়েট হিসেবে যোগ দেন তবে তাদের সাইটে আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।তারপর বিকাশ অ্যাপে এসে রেফারেল অপশনে গিয়ে আপনাকে সে নির্দিষ্ট লিংকটি কপি করতে হবে।অতঃপর সেটিকে অন্যদের কাছে পৌঁছিয়ে দিতে হবে এখন সে লিংকে প্রবেশ করে যদি কেউ বিকাশ ওপেন করে তখন সেইখানে থেকে একটি অংশ টাকা আপনি পেয়ে যাবেন।

আর এইভাবেই অ্যাপ রেফারের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন।তবে হয়তো বর্তমানে এই কার্যক্রমটি বন্ধ রয়েছে।সেহেতু কাজটি করার আগে বিকাশ অ্যাপসে গিয়ে ভালোভাবে জেনে নিতে পারেন,যদি ওপেন থাকে তাহলে তো ভালো আর না থাকলে বাকি টপিক গুলো পড়ে সেগুলো কে ফলো করুন।

ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম বিকাশ পেমেন্ট

ফ্রি কুইজ খেলে যদি টাকা ইনকাম করতে চান তবে আপনার জন্য এই টপিক টি  হতে পারে প্লাস পয়েন্ট তাই মনোযোগ দিয়ে পড়ুন।বর্তমানে আমাদের দেশে কুইজ খেলে টাকা ইনকাম করার অনেক সাইট রয়েছে।যেমনঃ
  • My 11 Circle
  • Swagbucks
  • Winit
  • Brainbazi
  • Winzo
  • Perk Pop Quiz
এইসব সাইটের মাঝে যেকোন একটি সাইটে গিয়ে শুরুতে আপনাকে আপনার আইডি রেজিস্টার করতে হবে।এটি খেলার জন্য হয়তো আপনাকে আপনার জি-মেইল লগইন করতে হবে।রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে এখন খেলতে পারবেন।

প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনার অ্যাকাউন্টে পয়েন্ট যোগ হতে থাকবে একসময় যখন পয়েন্ট বেশি হয়ে যাবে তখন সে পয়েন্ট গুলোকে টাকা হিসেবে কর্নভার্ট করে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা গুলো নিতে পারবেন।আর এইভাবেই খুব সহজে আপনি ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট পেতে পারেন।অবশ্য যদি আপনাদের পয়েন্ট বেশি হয় তবে এর চেয়ে বেশিও ইনকাম হতে পারে।

বিকাশে পেমেন্ট নিতে যা করনীয়

আপনাদের সকলের পছন্দের টপিক ভাই বিকাশে পেমেন্ট কিভাবে নিবো? আজকের ব্লগে আমরা আমাদের দেশ সহ বিদেশি বিভিন্ন দেশের সাইটের নামও উল্লেখ করেছি।আমাদের দেশের অ্যাপস বা সাইট থেকে তো আপনার বিকাশ অ্যাাকাউন্টের সাহায্যে সহজেই পেমেন্ট পেয়ে যাবেন।

তবে বিদেশি সাইট গুলোর আয় হবে ডলারে,সেকারনে এটি আপনি সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন না।সুতরাং ডলার ভাঙিয়ে সেটিকে টাকা তে চেঞ্জ মানি করতে হবে হবে তবেই সেটি আপনি উত্তোলন করতে পারবেন।

সেকারনে শুরুতে আপনাকে Payoneer,Remitly তে আপনার ডলার টি টাকার সাথে এক্সচেঞ্জ করতে হবে,হয়ে গেলে সেটিকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট হিসেবে নিতে পারবেন।যদি এটি করতে কোন প্রবলেম মনে করেন তবে আমাদের দেশে অনেক মানি চেঞ্জার প্রতিষ্ঠান রয়েছে সেইখানে গিয়ে কিছু অর্থের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে পারবেন।

Tiktok থেকে ফ্রি বিকাশ পেমেন্ট

Tiktok এই টপিকটা আসলে আমার লেখা উচিত নয়,তবুও আপনাদের কে সতর্ক করার জন্য লিখে দিলাম।যার কারণ হলো আমাদের দেশে বর্তমানে এমন Tiktok এর কোন মাধ্যম নেই যেইখানে থেকে আপনি ফ্রি ইনকাম করতে পারবেন।সে কারনেই যদি আপনার পরিচিত বা অপরিচিত কেউ এই সম্পর্কে বলে তবে তাদের কথা শুনবেন না।কারণ এতে পরবর্তিতে আপনি বিপদে পড়তে পারেন বা আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।

আমাদের গ্রাম-গঞ্জে এখনো তরুন সমাজ Tiktok ভিডিও দেখেন দেখেই আমার এই টপিক টি বলা যেন আপনারা সাবধান হতে পারেন।এক সময় Tiktok তাদের রেফারেল করতে দিতো তাই অনেকে মনে করতে পারেন এটি এখনো সচল রয়েছে কিন্তু বিষয়টি সঠিক নয়।

তাই কেউ যদি এটি করতে বলে তাকেও এ বিষয়ে সতর্ক করবেন আপনিও সতর্কতা অবলম্বন করবেন।তবে আপনি চাইলে Tiktok এ ভিডিও বানিয়ে ইনকাম করে পারবেন।

ফ্রি ইনকাম নিয়ে কিছু প্রশ্নের উত্তর

যেহেতু আমরা বাঙ্গালীরা স্বভাবতই কৌতূহলী এবং আমাদের জানার ইচ্ছা প্রচুর তাই আপনাদের আজকের পুরো আর্টিকেল নিয়ে কিছু প্রশ্ন থাকতেই পারে।সেকারনে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

১ডলার সমান বাংলাদেশে কত টাকা ২০২৫?
উত্তরঃ বর্তমানে ১২৩.৩১ টাকা

প্রশ্নের উত্তর দিয়ে টাকা পাওয়া যায় কোন অ্যাপে?
উত্তরঃ 1Q অ্যাপ $০.২৫ ডলার দিয়ে থাকে
২৪০-টাকা-ফ্রী-বিকাশ-পেমেন্ট
মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব?
উত্তরঃ প্রফেশনাল কাজ গুলো করতে পারবেন না,তবে ব্লগ লিখতে পারবেন আর ছোট ডিজাইনের কাজ ক্যানভা দিয়ে করতে পারবেন

গুগল দিয়ে কিভাবে ইনকাম করা যায়?
উত্তরঃ ব্লগিং করতে পারবেন এতে Adsense আসে এর এই অ্যাড থেকে ইনকাম হবে।

প্রতারক চক্র বুঝবো কিভাবে?
উত্তরঃ যেকোন সাইটে লগইন করার আগে তাদের রিভিও এবং তাদের পেমেন্ট দেওয়ার প্রুফ চেক করবেন।

ফ্রি ইনকাম করতে কি বিনিয়োগ করা উচিত?
উত্তরঃ বিনিয়োগ না করাটাই বেটার তবে যদি পরিমাণ স্বল্প হয় তবে করতে পারেন এতে রিস্ক কম থাকে।

শেষ কথাঃ ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট

"২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট" ব্লগের শেষ কথাতে  চলে আসলাম।আপনিও যদি ইনকাম করতে চান তবে উপরোক্ত দিকনির্দেশনা ফলো করবেন।আমি নির্ভরযোগ্য অ্যাপস এবং সাইটের নাম দেওয়ার চেষ্টা করেছি।তবুও আমার সাজেশন হবে যেকোন থার্ড পাটি সাইটে প্রবেশের আগে ভালোভাবে সেটির রিভিও চেক করে নিবেন।

আর উপরে দেওয়া তথ্যগুলো যদি ভালোভাবে মেনে কাজ করতে পারেন পারেন তবে আশা করি আপনিও ইনকাম করতে পারবেন।তাই ইনকাম করতে চাইলে শুধু বসে থাকলেই হবে না নিয়ম মেনে পরিশ্রম করতে হবে 

আজকে আর কথা বাড়াচ্ছিনা এইখানে শেষ করছি।সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন,আস সালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The ClickEra এর নীতিমালা মেনে কমেন্ট করুন। কারণ,আপনাদের প্রতিটি কমেন্টে আমরা নতুন কিছু করার অনুপ্রেরণা পাই।

comment url

Siam Sarar
Siam Sarar
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও দ্যা ক্লিকএরা ব্লগের অ্যাডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।